বিডি ল নিউজঃ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কালশীতে সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম নামে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের (ডিজিএফআই) এক সদস্য নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে যাবার সময় একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াৎ হোসেন জানান, ডিজিএফআই-এর সদস্য নাজমুল মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে কালশী রোডের লেমন হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জাবালে নূর’ নামে একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নাজমুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post