বিডি ল নিউজঃ পুনরায় ময়নাতদন্তের জন্য যশোরের সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মেহজাবিন সুমির মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলামের এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ২৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা এ আদেশ দেন।
ডা. শামারুখের মরদেহ যশোরের কারবালা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। এজন্য যশোরের জেলা প্রশাসককে (ডিসি) কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মরদেহের ময়নাতদন্তের জন্য যশোর সিভিল সার্জনসহ তিন সদস্যের একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে শামারুখ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু শামারুখের বাবা ঐ প্রতিবেদন প্রত্যাখান করেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে ডা. শামারুখ মেহজাবিন সুমির লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে শ্বশুর-শাশুড়ি তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন সুমির বাবা নুরুল ইসলাম। এ ঘটনায় মামলাও করা হয়।
Discussion about this post