বিডি ল নিউজঃ সৌদি সরকার তাদের অর্থনৈতিক অগ্রগতি এবং প্রবাসীদের পেশাগত নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সেদেশে অবস্থানরত প্রবাসী শ্রমিক ও বিনিয়োগকারী দের ইকামার (রেসিডেন্সিয়াল পারমিট) মেয়াদ পাঁচ বছর করার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান ইয়াহিয়া।
সুলাইমান ইয়াহিয়া বলেন, পাঁচ বছরের ইকামা নবায়নের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে দশ বছরের জন্য পাসপোর্টও নবায়ন করা হবে। শিগগিরই এই প্রস্তাব অনুমোদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ-এর নিকট পাঠানো হবে। এর ফলে যোগ্যতাসম্পন্ন ও দক্ষ শ্রমিকদের পেশাগত নিরাপত্তা প্রদানসহ কোম্পানিগুলো তাদের মধ্যকার চুক্তিসমূহ যথাসময়ে শেষ করতে পারবে।
এদিকে সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা তাদের পরিবারের জন্য বিনামূল্যে ইকামা নবায়নেরও সুযোগ পাবেন বলে জানান তিনি।
Discussion about this post