বিডি ল নিউজঃ হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ও চিকিৎসার মান বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ‘গেট পাস’ সিস্টেম চালু করেছে কর্তৃপক্ষ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) কর্তৃপক্ষ। তবে গেট পাস নিতে রোগীর অভিভাবকদের বাড়তি কোনো পয়সা খরচ করতে হবে না।
হাসপাতালের উপ-পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান,নির্ধারিত আসনের চেয়ে রামেক হাসপাতালে রোগীর সংখ্যা এমনিতেই বেশি। তার ওপরে এক রোগীর সঙ্গে ৫ থেকে ৬ জন করে স্বজন হাসপাতালে থাকে। এতে একদিকে যেমন হাসপাতালে সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে,অন্যদিকে চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। রোগীদের শতভাগ চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই রামেক কর্তৃপক্ষ গেট পাস চালুর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, সাধারণ রোগীর কাছে থাকার জন্য একজনকে হাসপাতালে প্রবেশের জন্য গেট পাস দেওয়া হবে। আর মুমূর্ষু রোগীর ক্ষেত্রে দুজন রোগীর স্বজনকে গেট পাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গেট পাস নিয়ম চালু করেছিল রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তখন একটি গেট পাসের জন্য ১০ টাকা করে নেওয়া হতো।
Discussion about this post