বিডি ল নিউজঃ
অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ে করতে এসে এক যুবককে এক মাসের জন্য কারাগারে যেতে হলো। শুক্রবার রাত ১০টায় বাল্য বিয়ের দায়ে বর আইনুল খানকে (২৩)এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইনুল খান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটেয়াটারী এলাকার জবেদ আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল রহমান জানান, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের বেলাল হোসেনের মেয়ে ও উপজেলার লতাবর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী শাহানা পারভিনের (১৩) বাল্য বিয়ের প্রস্তুতি চলছে। এমন খবরে থানা পুলিশ নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে বিয়ে বাড়িতে অভিযান চালান।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী, মৌলভীসহ বর পক্ষ পালিয়ে গেলেও পুলিশের হাতে আটক হয় বর আইনুল খান। পরে তাকে রাত ১০টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বীর ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত বাল্য বিয়ের দায়ে বর আইনুল খানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার সকালে আইনুল খানকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি মনজুরুল রহমান।
Discussion about this post