বিডি ল নিউজঃ

২০১১ সালের গণ অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের খুনের অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারককে নির্দোষ ঘোষণা করেছে মিসরের এক আদালত। আদালতের এই রায়ের প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে দেশেটিতে।
রাজধানী কায়রোতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।
রাজধানীর তাহারির স্কয়ারের কাছে পরিস্থিতি সামাল দিতে জনতাকে লক্ষ্য করে শনিবার গুলি চালিয়েছে পুলিশ। যাতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
এদিন রায় ঘোষণার পরে কয়েক হাজার মানুষ তাহারির স্কয়ারে জড়ো হতে শুরু করেন। ‘খুনি’ হোসনি মুবারকের সাজা দাবি করেন তাঁরা। এক সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেপরোয়া শক্তি প্রয়োগ করে প্রশাসন।
মুবারকের বিরুদ্ধে ২০১১ সালে গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। ওই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় চার বছর পর এই মামলার রায় ঘোষণা হয়েছে। ৮৬ বছর বয়সী মুবারক ও তাঁর সাতজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
এই মামলায় ২০১২ সালে মুবারক ও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। গত বছর দেশটির একটি আপিল আদালত কৌশলগত কারণে ওই দণ্ড বাতিল করে মামলাটি পুনর্বিচারের আদেশ দেন।




Discussion about this post