একটি ডিমের মূল্য ৩০ হাজার ডলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলারই কথা। ‘বেভার্লি হিল এগ’ নামক একটি দাতা সংস্থা সম্প্রতি একটি ডিমের দাম ৩০ হাজার ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।
এ লক্ষ্যে গত ২১ নভেম্বর দ্য ইউসিএলএ ডেইলি ব্রুইন নামক দৈনিক পত্রিকায় সংস্থাটি একটি বিজ্ঞাপনও প্রকাশ করে।
হলিউড ভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপন দিয়ে একটি ডিমের জন্য ৩০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে বেভার্লি হিল এগ নামের দাতা সংস্থাটি। সুযোগটি সবার জন্য প্রযোজ্য নয়। এর জন্য সংস্থাটির শর্ত রয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো নারী যদি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো হয় তাহলেই তাকে একটি ডিমের জন্য ৩০ হাজার মার্কিন ডলার পরিশোধ করবে তারা।
বিজ্ঞাপনে অবশ্য এ অভিনেত্রীর নাম উল্লেখ করেননি তারা। কিন্তু যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে সবাই বুঝতে পারবে জোলির মতোই কাউকে খুঁজছেন তারা।
বিজ্ঞাপনটিতে জানানো হয়েছে, ‘ককেসিয়ান, বাদামী চুল, লম্বা গড়নের, উঁচু চোয়াল এবং কপাল- এমন দেখতে যে কেউ একটি ডিম দিয়ে ৩০ হাজার মার্কিন ডলার জিততে পারবেন ।





Discussion about this post