বিডি ল নিউজঃ
আজ বিকেলে জাতীয় পার্টির ‘মিলিয়ন ম্যান শো’ নামের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মঞ্চ তৈরি করা হয়েছে। উদ্যানের ঠিক মাঝ মাঠে উত্তরমুখী করে বিশাল আকারের মঞ্চ তৈরি করা হয়।
মঞ্চেও আনা হয়েছে ভিন্নমাত্র। দ্বিতল বিশিষ্ট মঞ্চটির সামনের দিকের অংশ থাকছে ১ ফুট নিচু। যাতে পেছনের সারির নেতাদের স্পষ্ট দেখা যায়। মঞ্চে প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা যায়।
প্রধান মঞ্চের কয়েকফুট দূরে নির্মাণ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। এই মঞ্চে গণসংগীত ও দেশাত্ববোধক গান পরিবশন করবেন শিল্পীরা।
মঞ্চের সামনে ১০ হাজার চেয়ার দেওয়া হয়েছে নারীকর্মী ও ঢাকার বাইরে থেকে আসা কর্মীদের জন্য। আর মাইক দেওয়া হয়েছে উত্তর-পশ্চিমে শাহবাগ, দক্ষিণ-পূর্বে কদমফোয়ারা, মৎস্যভবন ও কাকরাইল পর্যন্ত।
গভীর রাতে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া, সাবেক প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মিলন, যুব সংহতির সহ-সভাপতি সৈয়দ জাফর আহমেদ, দপ্তর সম্পাদক কাজী শামসুল আলম রঞ্জন।
সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে রোডম্যাপ ঘোষণা করবে জাতীয় পার্টি। প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন ও নির্বাচন পদ্ধতির সংস্কার করে ব্যক্তির পরিবর্তে দলকে ভোট দেওয়ার বিধানের দাবি জানাবে দলটি।
কর্মসূচিতে হরতালের কারণে জনসমাগম কিছুটা কম হতে পারে। তবে বিষয়টি সরকারের চাল বলে মনে করছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। জাতীয় পার্টির নেতা-কর্মীদের দাবি, জাপার সমাবেশে জনতার ঢল নামবে বুঝতে পেরে সরকার কৌশলে মাত্র ২দিন আগে যুদ্ধাপরাধের বিচারের রায় দিয়েছে।
Discussion about this post