রোকনুজ্জামান কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামে সন্ত্রসী হামলা ভাঙ্গচুর ও লুটপাট, গুলি বৃদ্ধ (২),আহত (৬) আটক (১) বৃহ¯প্রতিবার রাত্রী ৩ ঘটিকা সময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী ফজুর বাড়ীতে এসে আক্রমন করে আহত হয়েছেন, আসাদুল (২৫) শুকচাঁদ বিঃ (৬০) , আমিরুল (২২) , মহাবুল(২৬) ,রেনুয়ারা খাতুন (৫০), রেহেনা (৩৫),উভয় সাং পাকুড়িয় ভাঙ্গাপাড়া এরা দুই জন আ সংক্ষা জনক , আহত ছয় জনকে কুষ্টিয়া জেনারেল হস্পিটাল ভর্তি করা হয়। অলংকার জার আনুমানিক মূল্য ১৫০,০০০/= টাকা , নগদ ২০০,০০০/=টাকা ও একটি ঐড়হম ঝড়রহম , মটর সাইকেল ভাঙ্গচুর ও লুটপাট করতে রেহেনা খাতুন ও শুকচাঁদ
বাদ্ধাদেয়ায় গুলিবৃদ্ধ হয়। এমন অবস্থায় পরিবারের লোক জন চিকার শুরু করায় এলাকার লোক জন এসে এক জন সন্ত্রসীকে আটক করে । আটক রিপন (২৫) পিতা ওহাব পাখী, গ্রাম পাকুড়িয়া ভাঙ্গাপাড়া , দৌলতপুর থানায় সংবাদ দিলে আটক রিপনকে নিয়ে যায়। এ বেপারে দৌলতপুর থানায় মামলাদায়ের প্রোস্তুতি চলছে ।
Discussion about this post