বিডি ল নিউজঃ ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত একটি স্বচ্ছ ফোন যৌথভাবে বাজারে আনছে মজিলা ও জাপানের জায়ান্ট টেলিকম ব্রান্ড কেডিডিআই। প্রথম জাপানের বাজারেই পাওয়া যাবে এফএক্সজিরো মডেলের এই ফোনটি। ফোনটি বাজারে অন্য যেকোনো জনপ্রিয় ফোনের সঙ্গে পাল্লা দিতে সক্ষম বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট ম্যাশএবল।
ডেটা ট্রান্সফারের জন্য ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোর মধ্যে এই ফোনটিতেই প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে ফোরজি ও এনএফসি টেকনোলজি। ফোনটিতে রয়েছে ৪.৭ ইঞ্চি মাপের ডিসপ্লে (যা আই ফোন ৬ এর সমান), ১.২ গিগাহার্টজ গতিসম্পন্ন কোয়াড কোর প্রসেসর এবং ২৩৭০ মিলি অ্যাম্পিয়ার এর দীর্ঘস্থায়ী ব্যাটারি। ফোনটির মূল্য রাখা হয়েছে ৪২০ ডলার।
মজিলার ব্লগে এক বিবৃতিতে ফোনটির ডিজাইনার টকুজিন ইয়োশিওকা জানিয়েছেন, স্বচ্ছতা ও নির্ভরতার দিক দিয়ে এফএক্সজিরো ফোনটি একটি অনবদ্য ফোন যা মজিলার মূলনীতিকেই সমর্থন করে।
Discussion about this post