বিডি ল নিউজঃ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করার নির্দেশনা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো সিনিয়র সহকারী সচিব ফাতেমা জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। তীব্র প্রতিক্রিয়ার মুখে নির্দেশনা জারির এক দিনের মাথায় আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় ওই নির্দেশনা স্থগিত করা হল।
স্থগিতের বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ওই নির্দেশনা স্থগিত করা হয়েছে। তবে তিনি কোন কারন উল্লেখ করেননি।
মন্ত্রী কোনো কারণ না জানালেও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার দাবি, ‘মন্ত্রীকে ভুল বুঝিয়ে’ ওই ফাইলে তার স্বাক্ষর নেওয়া হয়েছিল। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি মন্ত্রীর নজরে আসে।
এর আগে, বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনার চিঠি পাঠানো হয়।
বুধবারের চিঠিতে বলা হয়েছিল, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে প্রচলিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাদের দুর্ভোগের শিকার হতে হয়। এ অবস্থা নিরসনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হলে শিক্ষার্থীদের সেশন শুরু তরান্বিত হবে এবং অভিভাবকদের হয়রানি বন্ধ হবে মর্মে উল্লেখ করে বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে।
বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করছে। আর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। বেশিরভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
Discussion about this post