বিডি ল নিউজঃ নাইটহুড সম্মাননা পেলেন ‘ভায়াগ্রার জনক’ খ্যাত ড. সিমন ক্যাম্পবেল। ড. ক্যাম্পবেল ছাড়াও আরো দুই ব্যাক্তি এই সম্মাননা পেয়েছেন। তারা হলেন ইউটিউবে ‘ম্যাড প্রফেসর’ হিসেবে পরিচিত রসায়নবিদ প্রফেসর মার্টিন পোলিয়াকফ ও ন্যাশনাল ফার্মার্স ইউনিয়ন (এনএফইউ) এর সাবেক প্রধান পিটার ক্যান্ডেল। এদের মধ্যে ড. ক্যাম্পবেল ও পোলিয়াকফ রসায়নে অবদানের জন্য এবং ক্যান্ডেল কৃষিতে অবদানের জন্য এ সম্মাননা পেয়েছেন। খবর বিবিসি।
ড. ক্যাম্পবেল বহুজাতিক ঔষুধ কোম্পানি ফাইজারের হয়ে ভায়াগ্রা নিয়ে গবেষণা করেন। ফাইজারে ২৬ বছর কর্মজীবনে ৩টি নতুন ঔষুধ আবিস্কারে জড়িত ছিলেন। এর সবগুলোই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ব্যবহৃত হয়। সবশেষটি ভায়াগ্রা হিসেবে পরিচিত।
প্রফেসর মার্টিন পোলিয়াকফ নটিংহাম বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক। এছাড়াও তিনি রয়েল সোসাইটিতে ফরেন সেক্রেটারি ও ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন। ২০০৮ সালে তিনি ইউটিউবে একটি ভিডিও প্রজেক্ট নেন। রসায়নের বিভিন্ন বিষয়ের উপর তার দলের বানানো শর্টফিল্ম ইউটিউবের একটি চ্যানেলে আপলোড করা হয়। যা ইতোমধ্যে ৮০ মিলিয়নের বেশীবার দেখা হয়েছে।
ন্যাশনাল ফার্মার্স ইউনিয়ন (এনএফইউ) এর সাবেক প্রধান পিটার ক্যান্ডেল ইংল্যান্ড ও ওয়েলসের কৃষিশিল্পে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি এ শিল্পের বিকাশে সরকারের নানা বিভাগকে পরামর্শ দেন। এ ছাড়া কৃষিতে তরুণদের উৎসাহিত করতে কাজ করেন। ক্যান্ডল বর্তমানে অ্যাগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড (এএইচডিবি) এর সভাপতি।
Discussion about this post