বিডি ল নিউজঃ বৃহস্পতিবার গভীর রাতে সাতক্ষীরা শহরের রাজার বাগান কলেজ রোডের সরকারপাড়ায় আব্দুল হাকিম নামে এক ব্যাংকারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা ওই ব্যাংকারের স্ত্রী-ছেলেকে কুপিয়ে ১০ ভরি স্বর্ণের অলঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুটে নেয়।
ব্যাংকার আব্দুল হাকিম জানান, রাতে ডাকাতরা পিস্তল ও রাম দা’সহ বিভিন্ন অস্ত্র নিয়ে গ্রিল কেটে তার বাড়িতে ঢোকে। তারা গুলি করার ভয় দেখিয়ে দরজা খুলে দিতে বললে তিনি দরজা খুলে দেন। এসময় তার স্ত্রী ফিরোজা ও ছেলে সুমন বাধা দিলে তাদের দু’জনকে কুপিয়ে জখম করে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুটে নিয়ে চলে যায়। পরে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post