বিডি ল নিউজঃ
এটা একটা গনতান্ত্রিক দেশ, এখানে আন্দোলন, সংগ্রাম থাকবে। কিন্তু আন্দোলন সংগ্রাম ঠেকানো পুলিশের কাজ নয়। রাজনৈতিক কর্মসূচীর নামে যদি সন্ত্রাস হয়, গাড়ী ভাঙ্গা হয়, পেট্রোল বোমা মারা হয়, আগুন দেয়া হয় সেটাকে আমরা রাজনৈতিক কর্মসূচী হিসেবে নেইনা। এটা হচ্ছে ফৌজদারী অপরাধ। ফৌজদারী অপরাধের জন্য দেশে প্রচলিত আইন আছে। তাই আন্দোলন সংগ্রামের নামে অরাজকতা করবে, মানুষ মারবে এটা আমরা কোন ভাবেই হতে দেবোনা। আমাদের সামনে যখন যে চ্যালেঞ্চ আসবে সেটা মোকাবেলা করার সামর্থ আমাদের আছে, সেটা আমরা দেশের শান্তিপ্রিয় জনগনকে নিয়েই করবো। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার রাত ৮টায় শরীয়তপুর সার্কিট হাউজের সামনে শুভেচ্ছা বক্তব্যে আইজিপি এ কে এম শহিদুল হক এসব কথা বলেন। শরীয়তপুর সার্কিট হাউজে পৌছলে জেলার প্রতিটি উপজেলা থেকে আশা শুভাকাংখি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সরকারী কর্মকর্তাগন তাকে লাল গালিচা ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন সহ আইজিপি শহিদুল হকের সফর সঙ্গীরা।
Discussion about this post