ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পাঁচ তারিখে সমাবেশ করে বিএনপি কিছুই করতে পারবেনা। তারা আগেও কিছু করতে পারেনি এখনও পারবেনা। গতকাল শনিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েৎ হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ইং সালের বার্ষিক পুরষ্কার বিতরণ উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি খন্দকার আব্দুল বাতেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রানালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, এডিসি (সার্বিক) আবু সালেহ মোঃ মহিউদ্দিন খান,পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভির, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান প্রমুখ।
শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে দেখে তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মন্ত্রী আরও বলেন, সুন্দর অসুন্দরকে মানিয়ে চলাটাই হচ্ছে শিক্ষা। শিক্ষার্থীদের উচিৎ মানুষের কল্যানের জন্য নিজেকে প্রস্তুত করা। ব্যাপকভাবে জ্ঞান আহরনের জন্য শুধু লেখাপড়া করলেই চলবেনা নাচ, গান, নাটকেরও প্রয়োজন রয়েছে।
জনদূর্ভোগের দৃষ্টান্ত নাল্লাপাড়া ব্রিজ নিয়ে স্থানীয় এমপি ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মন্ত্রী সবাইকে আশ্বস্ত করে বলেন, ব্রিজ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।
Discussion about this post