ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠতি হয়েছে। এসময় ডাকাতদল ১০ ভরি স্বর্নালংকার, নগত ৩০ হাজার টাকা, তিনটি লেপটপ, মোবাইল সেট, ও ক্যামেরা সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পারিবারিক সুত্রে জানাযায়, শুক্রবার গভীর রাতে ডা. রতন চন্দ্র সাহার ২য় তলা বাড়ীতে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে ডা. রতন চন্দ্র সাহার বাড়িতে ৬/৭ জনের একদল সসস্ত্র ডাকাত বাড়ীর ভেতর প্রবেশ করে। এসময় বাসার লোকজন কলিংবেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দিলে ডাকাতদল ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মূখে জিম্মি করে হাত, পা, মুখ ও চোখ বেধে ফেলে। পরে ডাকাতদল ষ্টিলের আলমারি ভেঙ্গে ১০ ভরি স্বর্নালংকার, নগত ৩০ হাজার টাকা, তিনটি লেপটপ, মোবাইল সেট ও ক্যামেরা সহ ৮ লাখ টাকার মালামাল নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায়। এদিকে ঘটনার পরপরই টাঙ্গাইল-৫ আসনের এমপি মোঃ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) পংকজ চন্দ্র রায়, সহকারী পুলিশ সুপার ফাল্গুনি নন্দি, টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোঃ মোহিউদ্দিন ফারুকী সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post