বিডি ল নিউজঃ মিছিল-সমাবেশ করার সময় রাজধানীর দারুস সালাম, লালবাগ, মিরপুর ও ডেমরায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে। তবে পুলিশ জামায়াত-শিবিরের ৬ জন কর্মী আটকের কথা জানিয়েছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নাশকতার চেষ্টাকালে জামায়াত-শিবিরের তিনজন কর্মীকে আটক করা হয়েছে।
লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা করার চেষ্টাকালে তিনজনকে আটক করে চকবাজার থানায় হস্তান্তর করেছি।
তবে মিরপুর ও ডেমরা থানা পুলিশ জামায়াত-শিবির কর্মীদের আটকের বিষয়টি অস্বীকার করেছে।
মিরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. লোকমান হোসেন ও ডেমরা থানার দায়িত্বরত এসআই শাহীনুর আক্তার জানান, রবিবার জামায়াত-শিবিরে কোনো কর্মীকে আটক করা হয়নি।
Discussion about this post