বিডি ল নিউজঃ আজ সোমবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমি গ্যারান্টি দিচ্ছি খালেদা জিয়া বের হবে না। কারণ, রাস্তায় তিনি তার কোনো কর্মী পাবেন না। তার সঙ্গে শুধুই পুলিশ থাকবে।’ মোহাম্মদ নাসিম বলেন, ‘এ কারণেই তিনি নাটক করছেন। এমন নাটক তিনি জীবনে বহুবার করেছেন।’
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র হচ্ছে। এখন শেখ হাসিনা যা করছেন, খালেদার সময় এমন হলে এখন শেখ হাসিনা যা করছেন তার চেয়ে বেশী করতেন খালেদা জিয়া। আন্দোলন সংগ্রামে কোনো বাধা নেই। কিন্তু আন্দোলনের নামে যখন গাড়ি পোড়ানো হয়, মানুষ হত্যা করা হয়, তখন জনগণের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার।’
Discussion about this post