বিডি ল নিউজঃ
বিচ্ছিন্ন সহিংসতায় সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। দূরপাল্লার কোন যানবাহন রাজধানী ছাড়ছে না। তবে ট্রেন এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর ভেতরে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক। ভোরে কদমতলী লাল মসজিদ এলাকায় পুলিশের একটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় একজন আনসার সদস্য আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাজধানীর কয়েকটি স্থানে জামায়াত-শিবির কর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। নারায়ণগঞ্জে বিএনপি কর্মীরা মিছিল বের করলে পুলিশ গুলিবর্ষণ করে তা ছত্রভঙ্গ করে দেয়। এসময় কমপক্ষে পাঁচ জন বিএনপি কর্মী আহত হন। পুলিশ কয়েকজনকে আটক করে।
Discussion about this post