বিডি ল নিউজঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বকশি বাজারে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব থেকে আটকের পর গোয়েন্দা কার্যালয়ে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি রাজধানীর প্রত্যেকটি সহিংস ঘটনায় মির্জা ফখরুলকে প্রধান আসামি করা হয়েছে। তবে তাকে বকশি বাজারের সহিংস ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোয়েন্দা পুলিশের এক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) কক্ষে রাখা হয়েছে। ওই এডিসিও মধ্যরাত পর্যন্ত ছিলেন। পরে তিনি চলে যাওয়ার পর এক সহকারী কমিশনারসহ কয়েকজন কনেস্টবল তাকে পাহারা দেয়। বাসা থেকে গরম কাপড় ও প্রয়োজনীয় কিছু ওষুধ তার কাছে দেয়া হয়।
গত সোমবার বিকেলে প্রেসক্লাবে বিএনপিপন্থি পেশাজীবী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে তিনি বক্তব্য দেওয়ার পর আওয়ামীপন্থি সাংবাদিকদের ও বিএনপিপন্থি সংবাদিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় ।
এরপর তিনি প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থান নেন। সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা প্রেসক্লাবের ভেতরেই ছিলেন ফখরুল। মঙ্গলবার বিকেলে সেখানে সংবাদ সম্মেলন করেন তিনি। এরপরই ক্লাব থেকে বের হলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে যায়।
Discussion about this post