বিডি ল নিউজঃ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল।
বুধবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় এ কর্মসূচি পালনকালে নগরীতে ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
এ ঘটনায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার শুরু হয়। এসময় দলের দুই কর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক দল সিলেট শাখার যুগ্ম-আহ্বায়ক আবদুস শহীদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে বন্দরবাজার এলাকায় মিছিল বের হয়। এসময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
পরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে শটগানের গুলি ছুড়ে। এতে আব্দুল কাদির, সাজ্জাদ নামে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী আহত হয়েছেন। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
এসময় মিছিলকারীদের কাউকে আটক করা যায়নি বলে জানান সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
Discussion about this post