বিডি ল নিউজঃ
মেয়ে আক্রান্ত লিউকোমিয়ায়। বাবা-মায়ের পক্ষে ব্যয় সাপেক্ষ এ রোগের চিকিৎসা করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে একমাত্র ছেলেকেই বিক্রি করতে রাস্তায় বসে দাঁড়িয়েছে মা। ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে। শিশু দুটির মা মেং শিয়াং জানান, তার যমজ সন্তানের মধ্যে মেয়েটি লিউকোমিয়ায় আক্রান্ত। এ রোগের চিকিৎসা করাতে তাদের অনেক অর্থের প্রয়োজন। মেয়ের জীবন বাঁচাতেই তিনি ও তার স্বামী বাধ্য হয়েই ছেলেকে বিক্রির সিদ্ধান্ত নেন। কেননা এছাড়া তাদের সামনে আর কোনও উপায় নেই। তিনি বলেন, কোনও নিঃসন্তান দম্পতি চাইলে তাদেরকে ছেলেটি দিয়ে দিতে তারা রাজি। বিনিময়ে তারা মেয়েটির চিকিৎসার জন্য শুধু প্রয়োজনীয় অর্থ চাই আমরা। মেং বলেন, ‘বছর খানেক আগেও ছেলে-মেয়ে নিয়ে আমাদের সুখী সংসার ছিল। আমরা ভেবেছিলাম জীবনে এর থেকে আর বেশি কী চাই। আমাদের সবকিছুই আছে। হঠাৎই ছন্দপতন হয় মেয়েটির মেডিক্যাল ডায়াগনোসিসের পর। গত বছর আগস্টে তার লিউকোমিয়া ধরা পড়ে। আমাদের জমানো অর্থ, সহায়-সম্পত্তি এবং আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের কাছ থেকে অর্থ ধার করে চিকিৎসা করাই। তবে তা পর্যাপ্ত ছিল না। এরপর বাধ্য হয়েই আমরা ছেলেটিকে বিক্রির সিদ্ধান্ত নেই।’
Discussion about this post