সব ধরনের গণমাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেয়া বিচারপতি কাজী রেজা উল হকের ফেনীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
বিচারপতি কাজী রেজাউল হকের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী এলাকার ইরানি বাড়িতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
এ প্রসঙ্গত, বুধবার আইনের দৃষ্টিতে পলাতক থাকায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের ইলেক্ট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার না করার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। এর সূত্র ধরে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থলেই আছেন। তবে কেউ হতাহত হয়নি বা থাকার ঘরে বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি। শুধু রান্নাঘর পুড়ে গেছে।
Discussion about this post