বিডি ল নিউজঃ মডেল ও চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপির দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রুবেল হোসেন জামিনের জন্য আবেদন করেন।
৪ জানুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত বাংলাদেশ দলের অন্যতম সদস্য যে তিনি।বিশ্বকাপ দলের সদস্য হলেও আইন তাঁর নিজস্ব গতিতেই চলেছে। তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় আপাতত তাঁকে কারাগারে যেতেই হচ্ছে। অথচ আসছে সপ্তাহ থেকেই বিশ্বকাপ সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা। এখন উচ্চতর আদালত থেকে রুবেল যদি নিজের জামিন না করাতে পারেন, তাহলে তাঁর বিকল্প ভাবতেই হবে বিসিবিকে। বিসিবির ভাবনটাও ঠিক এমনই। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘২৪ জানুয়ারি বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে, সেদিন রুবেল যদি দলের সঙ্গে যেতে না পারেন, তাহলে তো অবশ্যই তাঁর বিকল্প ভাবতে হবে।’ তিনি আরও বলেছেন, যেহেতু আইনি-প্রক্রিয়া চলছে, তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না। বিসিবির নীতি-নির্ধারকেরা এ ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করবেন।
চূড়ান্ত দলের ১৬ তম সদস্য শফিউল ইসলাম। রুবেলকে না ফেলে হয়ত শফিউলকেই যেতে হবে অস্ট্রেলিয়া। তবে, রুবেল ভক্তরা চাচ্ছেন রুবেলকে বিশ্বকাপ দলে রাখা হোক।
Discussion about this post