বিডি ল নিউজঃ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মূল্য সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৬৮ পয়েন্টে। এ দিন লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১০৬টির, বেড়েছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। লেনদেন হয়েছে ২৯৪ কোটি ২৯ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৮৩ লাখ টাকা, সে হিসেবে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৫৪ লাখ টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৩০ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ৮৫টির, বেড়েছে ১১৬টির, এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৪ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৯১ লাখ টাকা, সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৯৭ লাখ টাকা।




Discussion about this post