বিডি ল নিউজঃ কুলাউড়ায় বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে ট্রেন চলাচল আবার শুরু হয়।
ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়ে কুলাউড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি)জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্বৃত্তরা রেলপথের ফিশপ্লেট খুলে ফেলায় বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার টিলাগাঁও রেল স্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হলে বন্ধ হয়ে যায়। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হন। এ ঘটনার পরই সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Discussion about this post