বিডি ল নিউজঃ রুবেলের হাতে সময় আছে মাত্র ২ দিন। দুইদিনের মাঝে জামিন পেয়ে গেলেই উঠা হবে প্লেনে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। তাই আবারও জামিন আবেদন করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। রবিবার সকালে মহানগর দায়রা জজ আদালতে রুবেলর আইনজীবী এই আবেদন করেন। এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, রুবেলের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইমরুল কায়েস। দুপুরে আদেশ দেয়া হবে বলে তিনি জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় জামিন আবেদন করেন রুবেল হোসেন। অবশেষ, চিত্রনায়িকা হ্যাপির করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে জামিন দিয়েছেন আদালত। রুবেলের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস রবিবার এ জামিন মঞ্জুর করেন। এদিন সকালে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এর আদালতে তার আইনজীবী সজয় চক্রবর্তী এ জামিনের আবেদন করেন।জামিনের আবেদনে বলা হয়, এ মামলার অভিযোগের সঙ্গে রুবেল হোসেন জড়িত নয়। দেশ ও জাতীয় স্বার্থে রুবেল হোসেনকে জামিন দেওয়া উচিত। আবেদনে আরও বলা হয়, রুবেল হোসেন একজন পেসার। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে তাকে প্রয়োজন।
বৃহস্পতিবার হাইকোর্টের জামিন মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর আনোয়ার ছাদাতের আদালতে রুবেল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Discussion about this post