এম. আর.ওয়াজেদ চৌধুরী (রায়হান), চট্রগ্রাম প্রতিনিধি; বিডিলনিউজ : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের ষষ্ঠ দিন রোববার দেশের বিভিন্ন স্থানের মত চট্টগ্রামের লোহাগাড়ায় অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করা হয়। জানা যায় চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে ১১ই জানুয়ারী সন্ধ্যা ৮ টার দিকে বিভিন্ন গলি থেকে জামায়াত-শিবিরের ১৫০-২০০ কর্মী র একটি ঝাটিকা মিছিল বের হয়ে এলোপাতাড়ি গাড়ি ভাংচুর শুরু করে। প্রায় অর্ধশাতাধিক যানবাহন ভাংচুর করা হয় ।
এ সময় লোহাগাড়া স্টেশনসহ আশ- পাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতংকিত।ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিতে দেখা যায় । টানা ৪৫ মিনিটের এ তাণ্ডবে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। যাত্রীবাহী বাস থেকে যাত্রী নেমে বিচলিত হয়ে ছুটাছুটি করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। ঝাটিকা মিছিল থেকে ধাওয়া করে ৫ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দু’পুলিশ কনষ্টেবল আহত হয়েছে বলে জানা যায়। আটককৃতরা হলেন উপজেলার আমিরাবাদ বাঁশখালিয়া পাড়ার এয়াকুব হোসেনের পুত্র বারেক হোসেন (১৯),
বড়হাতিয়া চাকফিরানী এলাকার মৃত আলী আহমদের পুত্র হেলাল (২৬), উত্তর কলাউজান
আবুল হোসেনের পুত্র আরফাত (২২), ইলিয়াছের পুত্র মোঃ হারুন (২৮) ও সরই কেয়াজুপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র জামাল হোসেন (২৬)। আহত পুলিশ কনষ্টেবলরা হলেন রিপন দাশ ও নেজাম উদ্দিন। আটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে বলে থানা সূত্রে প্রকাশ। এর আগে শনিবার রাতভর বিভিন্ন উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৭ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
Discussion about this post