বিডি ল নিউজঃ বাংলাদেশ ক্রিকেটের একটি কালো অধ্যায় হয়ে থাকবে পেসার রুবেল হোসেনের ধর্ষণের মামলা। এটি গোটা ক্রিকেটারদেরকেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করেছিল। পেসার রুবেল হোসেনের জামিন পাওয়ার বিষয়টিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর হিসেবে আখ্যায়িত করেছেন আকরাম খান। সাবেক ক্রিকেটার ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা সব সময় ফাস্ট বোলারদের নিয়ে সমস্যায় থাকি। আমাদের ৬০ ভাগ পেস বোলারদের সব সময়ই সমস্যা থাকে। এদের মধ্যে ফিট পেসারের তালিকায় এক নম্বর ধরা হয় রুবেল হোসেনকে। গত ৫-৬ বছর ওর পারফরমেন্স খুব ভাল। সে কিন্তু পাওয়ার প্লেতে বল করে, পুরনো বলে পেস করতে পারে, সে অভিজ্ঞ বোলার।’ তিনি আরও যোগ করেছেন, ‘রুবেলের জামিনে আমরা বিশেষ করে আমি খুব খুশি। ওর (রুবেল) একটা সমস্যা হচ্ছিল, টেনশনে ছিল বেশ কিছুদিন ধরে। আল্লাহর রহমতে তার পক্ষে রায় এসেছে। আমার মনে হয় এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা সুখবর। বিশ্বকাপ পর্যন্ত আর কোনো টেনশন থাকবে না। ও (রুবেল) শতভাগ খেলাটা খেলতে পারবে।’
বোর্ড সভাপতি বলেছে এখন থেকে সারা বছরই চুক্তিভিত্তিক ক্রিকেটারদের নজরদারির আওতায় আনা হবে। আপনি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে বিষয়টিকে কিভাবে নিচ্ছেন— এমন প্রশ্নে আকরাম খান বলেছেন, ‘আমি মনে করি, প্রত্যেকটা মানুষের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। সবাইকে সবকিছু জোর করে করানো যায় না। নিজের চিন্তা-ভাবনা থাকা উচিত। আমি মনে করি, এই ধরনের সমস্যাগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখা নিজেদেরই দায়িত্ব। আমি নিশ্চিত, এমন একটা বাজে অভিজ্ঞতা থেকে সবাই শিক্ষা নেবে। আমরা এটা বোর্ড মিটিংয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন, আচরণ যা দেশ কিংবা নিজের যেন ক্ষতিকর না হয়, এ সব নিয়ে চিন্তা-ভাবনা করব।’
অন্তর্বর্তীকালীন জামিনে বলা হচ্ছে, আপনারা কি নিশ্চিত বিশ্বকাপের মধ্যে আর কোনো সমস্যা হবে না? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি। উনি (আইনজীবী) বলেছে আগামী ৩ মাস পর্যন্ত সে জামিনে থাকবে। আগামী ৩ মাস তার ক্রিকেট খেলতে কোনো বাধা নেই।’
এই ঘটনার সঙ্গে আরও বেশ কিছু নাম এসেছে; আপনারা পরবর্তী সময়ে বিষয়টি বোর্ড থেকে তদন্ত করবেন কিনা— এ প্রশ্নে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বোর্ডকে অনুরোধ করব বিষয়টি আলাপ-আলোচনা করে যে কঠিন সময়টা এখন যাচ্ছে তা শেষ করার। এর একটা মীমাংসা হওয়া উচিত।’




Discussion about this post