বিডি ল নিউজঃ ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন সাকিব আল হাসানের জয়জয়কার। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে একই সময়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের ক্রিকেটেই অলরাউন্ডার র্যাংকিয়ের শীর্ষে উঠলেন সাকিব।
সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিয়ের সব ফরম্যাটের ক্রিকেটেই সাকিবকে শীর্ষে দেখা যায়।
টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ফিল্যান্ডার (৩৪১) ও ভারতীয় ক্রিকেটার রবিচন্দন আশ্বিনকে (৩১৮) পেছনে ফেলে টেস্ট অলরাউন্ডার র্যাংকিয়ের শীর্ষে ওঠে সাকিব (৩৯৮)।
ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিয়ে সাকিবের (৪০৩) পেছনে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৩৯৭) ও শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৯৫)।
অন্যদিকে ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানেরই দুজন খেলোয়ার মোহাম্মদ হাফিজ (৩৬৩) ও শহীদ আফ্রিদিকে (৩২৬) পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান (৩৭৭)।
Discussion about this post