বিডি ল নিউজঃ মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টনের ওরিয়েন্টাল ট্রেড সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি মো, সাইফ বলেছেন, মঙ্গলবার বিকেল থেকে পল্টনের ৬৯/১ ওরিয়েন্টাল ট্রেড সেন্টারের একটি বাসায় অভিযান চালিয়ে ৮টি ভিওআইপ মেশিন, ৩ হাজার ৫২৫ সিম, তিনটি সিপিইউ, দুটি ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।




Discussion about this post