বিডি ল নিউজঃ মাঠ থেকে না নেওয়া হলেও এবার বিশ্বকাপকে সামনে রেখে সবার দৃষ্টি আকর্ষণ করে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি। এর মধ্য দিয়ে ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নিয়মিত প্রতিযোগিতামূলক টোয়েন্টি২০ লিগ খেলছিলেন তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও ভারতের আইপিএলে।
অবসর নেওয়ার বিষয়ে ৩৮ বছর বয়সী এই পেসার বলেছেন, ‘আমি আবেগতাড়িত আর একই সঙ্গে খুশিও। কারণ ঠিক সময়েই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।’ দেশের হয়ে ৭৬টি টেস্ট খেলে ৩১০টি উইকেট নিয়েছেন ব্রেট লি। আর ওয়ানডেতে ২২১টি ম্যাচে শিকার করেছেন ৩৮০টি উইকেট।
Discussion about this post