বিডি ল নিউজঃ
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডস ও ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির রেকর্ড।শুক্রবার ডারবানের কিংসমিডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬৬ বলে ৬৬ রান করার পথে পাঁচ হাজার রান পূর্ণ করেন আমলা। এটি দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের ১০১তম ইনিংস।পাঁচ হাজার রান পেতে রিচার্ডস ও কোহলি খেলেছিলেন ১১৪টি করে ইনিংস। রিচার্ডস ১৯৮৭ সালে ও কোহলি ২০১৩ সালে পাঁচ হাজার রান পূর্ণ করেন।২০০৮ সালের মার্চে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল আমলার। পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে শুক্রবারের ম্যাচের আগে ৫৪ রানের দরকার ছিল তার।ওয়ানডেতে দ্রুততম পাঁচ হাজার রান করার পথে দ্রুততম ২ হাজার, ৩ হাজার ও ৪ হাজার রানের রেকর্ড ভেঙেছিলেন আমলা। এর মধ্যে ৩ ও ৪ হাজার রানের রেকর্ড তিনি কেড়ে নিয়েছিলেন রিচার্ডসের কাছ থেকেই।ওয়ানডেতে দ্রুততম ছয় হাজার রানের রেকর্ডটি ভারতের বিরাট কোহলির। ১৩৬ তম ইনিংসে ছয় হাজার রান পূরণ করেন ভারতের টেস্ট অধিনায়ক। এই রেকর্ডটিও আগে ছিল রিচার্ডসের। ছয় হাজার রান পেতে তিনি খেলেছিলেন ১৪১টি ইনিংস।
Discussion about this post