বিডি ল নিউজঃ
ভারতে দশ বছরের এক মেয়ে শিশুকে জীবন্ত মাটিচাপা দেয়ার ঘটনায় এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এক গ্রামে এই ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আবুল হুসেইন নামের ওই ব্যক্তি মেয়েদের পছন্দ করতেন না। নিজের স্ত্রীর গর্ভে মেয়ে হওয়ার ঘটনা নিয়ে তিনি বেশ বিরক্ত ছিলেন। তিনি মেয়েটিকে মেটেও পছন্দ করতেন না।
শুক্রবার স্ত্রীর অবর্তমানে মেয়েটিকে হত্যা করার চেষ্টা চালান। এ উদ্দেশে তিনি বাড়ির পিছনের আঙ্গিনায় একটি গর্ত করেন। এরপর টেপ দিয়ে মেয়েটির মুখ আটকে দেন যাতে সে চীৎকার না করতে পারে। তাকে গর্তে ফেলে তার ওপর মাটি ফেলতে শুরু করেন। মাটি দিয়ে মেয়েটির বুক পর্যন্ত ঢেকে ফেলেন। এ সময় বাড়ি ফেরেন তার স্ত্রী। তখন তিনি স্ত্রীর নজন এড়াতে তাড়াহুড়ো করে একটি বাশের ঝুড়ি দিয়ে শিশুটির খোলা অংশ ঢেকে দেন। তার উদ্দেশ্য ছিল, স্ত্রীর আড়ালে মেয়েটির বাকি অংশ মাটি দিয়ে ঢেকে দেয়া।
কিন্তু স্ত্রী ঘরে ঢুকেই মেয়ের খোঁজ করায় তিনি বিপদে পড়েন।স্বামীর আচরনে সন্দোহ হওয়ায় চীৎকার শুরু করেন ওই মেয়ের মা। । তার চীৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই মেয়েটিকে খুঁজে বের করেন এবং গর্ত থেকে তাকে উদ্ধার করেন।
পরে গ্রামের লোকজন আবুল হুসেইনকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় আবুল হুসেইনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা দায়ের করেছে পুলিশ।
Discussion about this post