বিডি ল নিউজঃ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের সংঘাতময় রাজনীতির পরিপ্রেক্ষিতে দলটির শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদ্দেশ করে তারই বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘শেষ পর্যন্ত মনে হয় আলোচনায় বসতেই হবে।’
তিনি বলেন, ‘বছরের শুরুতেই আমি আশঙ্কা করেছিলাম দেশে জ্বালাও-পোড়াও শুরু হতে পারে। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, সব রাজনৈতিক দলকে ডাকুন। কিন্তু তিনি আমার কথা শুনলেন না। এখন শেষ পর্যন্ত মনে হয় আলোচনায় বসতেই হবে।’
Discussion about this post