বিডি ল নিউজঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯১৭ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২০৮টির, বেড়েছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২৫১ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩৩১ কোটি ৭ লাখ ৮৪ হাজার টাকা, সে হিসেবে রবিবার লেনদেন কমেছে ৭৯ কোটি ৬৩ লাখ টাকা।
দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৬২টির, বেড়েছে ৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১৬ কোটি ১৪ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৫ লাখ টাকা, সে হিসেবে রবিবার লেনদেন কমেছে ৫ কোটি ৯১ লাখ টাকা।
Discussion about this post