এস এইচ সৈকতঃ মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত থেকে সোমবার (১৯ জানুয়ারি) ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কাইয়ুম মিয়া (২২), মশাহিদ আহমদ (২৬), আব্দুল আহাদ (৩০), নাসির উদ্দিন (২৮), সাইফুর রহমান (২৯), আব্দুল ওয়াহিদ (৩৫), ওয়াহিদ আলী (৩০), নাজমুল ইসলাম (২৯), অসক দাস (৩৩) ও মশউদ চৌধুরী (৩৩)। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়। মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বিষয়টি বিডি ল নিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশ অ্যাসল্ট মামলার আসামি রয়েছেন।
Discussion about this post