মেহেদী হাসান সোহাগ(মাদারীপুর): মঙ্গলবার মাদারীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল। সোমবার দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর নামক স্থানে সার্বিক পরিবহণের একটি গাড়ির সামনের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই গাড়ি ভাঙচুরের ঘটনায় ঐদিন রাতে মাদারীপুর মডেল থানা পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদের বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। তাকে না পেয়ে ১৮ জানুয়ারি সকালে দ্বিতীয় দফায় আবারও তল্লাশি চালায় পুলিশ।
এ সময় অহিদুজ্জামানকে না পেয়ে তার বৃদ্ধ মা নূরজাহান বেগমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ছয় ঘণ্টা আটকে রাখার পর মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় মাদারীপুর জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদ বলেন, এই গণতান্ত্রিক দেশে কোনো অপরাধ না করলেও বিএনপিসহ তার অঙ্গসংগঠনের নেতাদের আটক করে পুলিশ। কিন্তু তাদের না পাওয়া গেলে তার পরিবারের সদস্যদেরও ঘণ্টার পর ঘণ্টা থানায় আটক রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, মাদারীপুরের পুলিশ প্রশাসন কোনো হরতাল হতে দিবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।’
Discussion about this post