মেহেদী হাসান সোহাগ(মাদারীপুর): মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশনঃ ২০২১ বিষয় নিয়ে সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণ। সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন জাহান।
Discussion about this post