একে.এম নাজিম, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে হাটহাজারীর ইছাপুর এলাকায় একটি কাঠ বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত কাল বুধবার সকাল ৬.৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
হাটহাজারী মডেল থানার (ওসি) মোঃ ইসমাইল বলেন, হাটহাজারীর ইছাপুর এলাকায় একটি কাঠ বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে আগুনে ট্রাকটির ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। এ ব্যাপাওে থানায় মামাল প্রস্তুতি চলছে।
হাটহাজারী ফায়ার স্টেশনের স্টেশন এর এক কর্মকর্তা জানান, সকাল ৬.৩০ মিনিটের সময় চট্টগ্রাম -রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী ইছাপুর এলাকায় একটি কাঠ বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে দুইটি অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে অন্তত দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণ আনার আগেই আগুনে ইঞ্জিনের কিছু অংশ ও বোঝাইকৃত কাঠ পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।




Discussion about this post