বিডি ল নিউজঃ জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বুধবার বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট আয়োজিত এক মানববন্ধনে কোনো একটি দেশকে ধ্বংস করার প্রথম শর্ত সেই দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়ে একটি কুচক্রীমহল বাংলাদেশের চলচ্চিত্র নয়, দেশ ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের চলচ্চিত্র অভিনেতারা কাফনের কাপড় পরে মানববন্ধনে অংশ নেন।
চিত্রনায়ক শাকিব খান আরও বলেন, ‘দেশ স্বাধীন হলেও এখনো কিছু রাজাকার এবং দালাল রয়ে গেছে। তারা প্রতিনিয়ত দেশকে ধ্বংসের পাঁয়তারা করে যাচ্ছে। স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশে সকল বিদেশী চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এখন তার কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই সেই কুচক্রীমহল অবৈধভাবে ভারতীয় সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়ে সংস্কৃতিকে বিকৃতি করার পাঁয়তারা করছে। তারা প্রকৃতপক্ষে দেশকে ধ্বংস করতে চায়।’
চলচ্চিত্র মানে শুধু নাচ-গান নয়। এটা আমাদের ইতিহাস, সংস্কৃতি, ভাষার ধারক ও বাহক উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময় আমাদের চলচ্চিত্র মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছে। এখনো চলচ্চিত্র আমাদের সংস্কৃতিকে বহন করে নিয়ে যাচ্ছে। তাই বিদেশী আগ্রাসন থেকে আমাদের সংস্কৃতিকে রক্ষার দাবি আজ সারা দেশের ১৬ কোটি মানুষের প্রাণের দাবি।’
তিনি বলেন, ‘আমরা আশা করি, কোনো আন্দোলন ছাড়াই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ভারতীয়সহ সকল বিদেশী সিনেমা প্রদর্শনের সিদ্ধান্ত বাতিল হবে। অন্যথায় ভাষা আন্দোলনের ন্যায় আমরা দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রক্ত দিয়ে হলেও আমাদের দাবি আদায় করে সংস্কৃতিকে রক্ষা করব।’
চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ বলেন, ‘ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে বাংলাদেশে কোনো হিন্দি-উর্দু সিনেমা মুক্তি পেতে দেব না।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর বলেন, ‘শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে দেশে কোনো বিজাতীয় সিনেমা মুক্তি পেতে দেব না।’
চিত্রনায়ক রুবেল বলেন, ‘বিদেশী সিনেমা প্রদর্শনের সিদ্ধান্ত নিয়ে আমাদের স্বপ্ন ধূলিসাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় উপমহাদেশীয় কোনো ভাষার চলচ্চিত্র চলতে দেওয়া হবে না।’ এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন— চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, সাবেক মহাসচিব এফআই মানিক, চিত্রনায়ক অমিত হাসান, জায়েদ খান, ওমর সানি, ডেনি সিডাক প্রমুখ।




Discussion about this post