বিডি ল নিউজঃ দেশ-বিদেশ মিলিয়ে ৬০০ কোটির উপরে ব্যবসা করলেও মুক্তির পর থেকেই একের পর এক বিতর্ক ডানা বাঁধছে ‘পিকে’ নিয়ে। ধর্ম অবমাননার হাজারও অভিযোগের পর এবার গল্প চুরির অভিযোগে ১ কোটি রুপির মামলা খেল আমির খান ও আনুশকা শর্মার ‘পিকে’ মুভিটি।
ইন্ডিয়া টুডের খবর, ভারতীয় ঔপন্যাসিক কপিল ঈশাপুরি ‘পিকে’ মুভির নির্মাতাদের বিরুদ্ধে দিল্লি কোর্টে নকলের অভিযোগ এনে ১ কোটি রুপির মামলা ঠুকে দিয়েছেন। পাশাপাশি গল্পটি যে তার সেটি সিনেমায় উল্লেখ করতে বলেছেন।
ঈশাপুরির অভিযোগ ‘পিকে’ মুভিটির কাহিনি তার উপন্যাস ‘ফারিস্তা’ থেকে চুরি করা হয়েছে।
‘পিকে’ মুভির প্রথম পোস্টার প্রকাশিত হওয়া থেকে শুরু করে মুক্তির এক মাস পরেও থামছে না বিতর্কের ঝড়। কিন্তু এ ঝড় যে নির্মাতাদের জন্য মঙ্গলই বয়ে এনেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে বক্স অফিস কালেকশনে। এখনো পুরোদমে চলছে ‘পিকে’র বাজার।






Discussion about this post