বিডি ল নিউজঃ

তিনি সহজে ছেড়ে দেওয়ার পাত্রী যে নন৷ রুবেলের মসৃণ পথে তিনি যে কাঁটা, ফের একবার তা বুঝিয়ে দিলেন ঢলিউডের উঠতি অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপি৷ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে দেওয়া নিম্ন আদালতের জামিনের রায়ের বিরুদ্ধে এবার হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলেন হ্যাপি। রবিবার সকালে হ্যাপির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আখন্দ এই রিট পিটিশন দায়ের করেন।
গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আক্রম হোসেন চৌধুরির ডিভিসন বেঞ্চ রুবেলকে এই মামলায় চার সপ্তাহের আগাম জামিন দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়।
এই সময়ের মধ্যে আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও খেলতে পারবেন রুবেল৷কিন্তু অসহায় হ্যাপি বারবার প্রশ্ন করে আসছেন প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও ধর্ষণের মামলায় অভিযুক্ত একজন কিভাবে দেশের বাইরে যাওয়ার অনুমতি পায়?
তাহলে কি বাংলাদেশে সাধারণ মানুষ আর প্রভাবশলীদের জন্য ভিন্ন আইন? এবং এই যুক্তিতেই ফের রিট পিটিশন দাখিল করলেন হ্যাপির আইনজীবী৷ এখন ফের আদালেতর রায়ের উপর নির্ভর করছে রুবেলের অস্ট্রেলিয়া যাত্রা।




Discussion about this post