বিডি ল নিউজঃ ফলস অ্যাপ ব্যবহার করে ফাঁসবেন না। কিছু দিন কিছু অ্যাপ বন্ধ ছিল এখন খুলে দিয়েছে। এখন, শুনা যাচ্ছে এর কিছু অসুবিধার কথা। হোয়াটসঅ্যাপ প্লাস যাঁরা মোবাইলে ইনস্টল করে ব্যবহারের চেষ্টা করছেন, জনপ্রিয় মোবাইল মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তখনই সেবা বন্ধ করে দিচ্ছে। হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে থার্ড-পার্টির একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, যাতে হোয়াটসঅ্যাপের চেয়েও বাড়তি কিছু ফিচার ব্যবহারের সুবিধা রয়েছে।
হোয়াটসঅ্যাপ প্লাস ইনস্টল করা হলে ২৪ ঘণ্টারও বেশি সময় ব্যবহারকারী আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না। এর পরিবর্তে তাঁরা হোয়াটসঅ্যাপের শর্ত লঙ্ঘন করা হয়েছে বলে বার্তা দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে তাঁদের ওয়েবসাইটে ‘এফএকিউ’ বিভাগে উল্লেখ করেছে, ‘হোয়াটসঅ্যাপ প্লাস অ্যাপ্লিকেশনটি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তৈরি নয় আর এর মালিকানাও হোয়াটসঅ্যাপের নয়। হোয়াটসঅ্যাপ প্লাসের সঙ্গে হোয়াটসঅ্যাপের কোনো সম্পর্ক নেই বা এর কোনো সেবাও হোয়াটসঅ্যাপ দেয় না। হোয়াটসঅ্যাপ প্লাসের যে সোর্স কোড তা নিরাপদ কি না, সে নিশ্চয়তা দেওয়া যায় না। থার্ড পার্টির অ্যাপ্লিকেশন বলে তথ্য চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। হোয়াটসঅ্যাপ প্লাস আনইনস্টল করে গুগল প্লে সাইট থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন। তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।’
বেশ কিছু অনলাইনে হোয়াটসঅ্যাপ প্লাস নামে হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণ আসছে বলে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাসে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হিসেবে হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার যুক্ত হয়, যা ব্যবহারকারীর কথোপকথনকে অনাকাঙিক্ষত নজরদারি থেকে রক্ষা করে। হোয়াটসঅ্যাপ প্লাসে এই নিরাপত্তা ফিচারের অনুপস্থিতিতে ব্যবহারকারী বিপদে পড়তে পারেন বলেই সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এখনি হোয়াটসঅ্যাপ প্লাস আনইনস্টল করে ফেলুন। হারিয়ে যাওয়া, বিপদে পড়ার আগেই নিজে এবং নিজের বন্ধুদের সতর্ক করুন।




Discussion about this post