মেহেদী হাসান সোহাগ(মাদারীপুর): মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন এলাকায় বুধবার দিবাগত রাতে ডাকাতের গুলিতে একজন মারা গেছে। এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন স্কুল সংলগ্ন সাহা বাড়িতে ৩০/৪০ জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করতে আসে। এসময় ওই বাড়ির লোকজন চিৎকার দিলে পাশের বাড়ির জাহাঙ্গীর বেপারী (৩৫) নামে এক ব্যক্তি এগিয়ে এসে এক ডাকাতকে যাপটে ধরে। তখন ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাতœক জখম করে। পরে মৃত নিশ্চিত করতে গুলি করে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনা স্থলেই মৃত হয় তার। নিহত জাহাঙ্গীর ভদ্রাসন এলাকার আজিজ বেপারীর ছেলে। এঘটনায় জড়িত সন্দহে শহিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ডাকাতরা প্রথমে ভদ্রাসন পুলিশ ফারির ১০০ গজ কাছে দিলীপ সেনের বাড়িতে ডাকাতি করে বলেও জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সকালে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শিবচর থানার ওসি আ.সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।




Discussion about this post