হাসান মুরসালিন : ভালবাসা দিবসের জন্য শাহাদাত রাসেলের রচনায় এবং সাইফুল হাফিজ খানের চিত্রনাট্য ও পরিচালনায়, মানিক হোসাইন এবং সাইফুল ইসলাম ফাহিম এর প্রযোজনায় সাম্প্রতি শুটিং শেষ হয়েছে ভালবাসার বিশেষ টেলিফিল্ম ‘বৃত্তবন্দী’। আসছে ভালবাসা দিবসে বেসরকারি টেলিভিশনে প্রদর্শিত হবে এই টেলিফিল্ম। প্রিয়ন্তি ও শাহেদ সুখী দম্পতি। পাশাপাশি রুমেল এক ব্রোকেন পরিবারের আর্কিটেক্ট মায়ের একমাত্র ছেলে। তীব্রভাবে আত্মকেন্দ্রিক ও বন্ধুহীন হতাশ যুবক। সময়ের চক্রে প্রিয়ন্তি আর শাহেদের জীবনে জড়িয়ে পড়ে রুমেল। রুমেলের একাকীত্বের অংশ হয়ে দাঁড়ায় প্রিয়ন্তি। দুজনের জীবনে ঘটতে থাকে নানান ঘটনা। কিন্তু একই ঘটনাকে প্রিয়ন্তি আর রুমেল দেখে ভিন্ন দৃষ্টিকোণে। চিন্তা আর স্বপ্নের মাঝে সময় একটা বড় ফ্যাক্টর। সময়ের বৃত্তে ঘুরতে ঘুরতে পাল্টে যায় রুমেলের জীবন। এই টানাপোড়নের প্রভাব পড়ে প্রিয়ন্তি ও শাহেদের জীবনে। সব সম্পর্কগুলোই প্রশ্নবিদ্ধ হয়ে থমকে দাঁড়ায়। কিন্তু প্রিয়ন্তি জানে মানুষের আসলে করার কিছু নেই। এভাবেই চলতে থাকে ঘটনা। সময়ের বৃত্তবন্দী মানুষ মাত্রই এক অভিনেতা অভিনেত্রী, কেউ চাইলেই সময়ের চিত্রনাট্যের বাহিরে যেতে পারে না। টেলিফিল্মে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, শতাব্দী ওয়াদুদ, কাওসার মাহমুদ, সুজন হাবীব রুমেলের, শেলী আহসান ও অন্যান্য।




Discussion about this post