বিডি ল নিউজঃ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই সারাদেশে চলছে ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন।
রবিবার সকাল থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, আন্দোলন দমনে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেফতার-নির্যাতন ও সরকারের নাশকতার ষড়যন্ত্রের প্রতিবাদে এই হরতাল শুরু হয়। চলবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এদিকে অবরোধ-হরতালকে ঘিরে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। নগর-মহানগরসহ গুরুত্বপূর্ণ জেলায় বিজিবি মোতায়েন এবং যৌথবাহিনীর টহল বাড়ানো হয়েছে।
শনিবার রাতে রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী ও দনিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে। এছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব, বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকের পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
ঢাকা থেকে দূরপাল্লার কোনো যান বাইরে এবং বাইরে থেকে কোনো যান ঢাকায় প্রবেশ করেনি।




Discussion about this post