বিডি ল নিউজঃ

ফেব্রুয়ারিতে ঢাকা আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মার্চে আসতে পারেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুই সফরে অমীমাংসীত বিভিন্ন বিষয়ে মীমাংসা ছাড়াও আঞ্চলিক সহযোগিতায় আসতে পারে নতুন ঘোষণা।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ফেব্রুয়ারিতে ঢাকা আসবেন মমতা। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আসতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
ভারত-বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে আলোচিত দুটি বিষয় তিস্তার পানিবন্টন চুক্তি ও স্থলসীমা চুক্তি বাস্তবায়ন। ভারতের গত কংগ্রেস সরকার এবং বর্তমান বিজেপি সরকার এই ব্যাপারে বারবার আশ্বাস দিয়ে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা ব্যানার্জীর আপত্তিতে এই আশ্বাস এখনও আলোর মুখ দেখেনি।
ভাষার ঐক্যেই এবার ঢাকা আসছেন মমতা। তবে দুই দেশের অমীমাংসিত বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচিএখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশপাশি যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতাকেই মূল গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।
এই দুই সফরে বাংলাদেশ-ভারত সরকারের বাইরেও, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার হবে বলে আশা বাংলাদেশের।




Discussion about this post