বিডি ল নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিভাগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত হরতাল দিয়েছে ২০ দলীয় জোট। সোমবার সন্ধ্যায় বিএনপি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ প্রশাসন খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ীতে বাসে আগুন দেওয়া হুকুমের আসামী করে এমন এক সময় মামলা করেছে যখন তিনি ছেলের মৃত্যুতে শোকে বিহ্বল। আর শোকের এই মুহূর্তে তাকে হুকুমের আসামী করে মামলা করা দেশের ইতিহাসে বিরল ও ঘৃণিত। সেই সঙ্গে র্যাব, পুলিশ ও বিজিবি মহাপরিচালকের আন্দোলনরত বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর গুলি করার এখতিয়ারবহির্ভূত হুমকি প্রদানের দায়ে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
তাই দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় ২০ দলীয় জোট হরতাল আহ্বান করেছে।




Discussion about this post