বিডি ল নিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করে সোমবার রাতে আরো একটি মামলা দায়ের করেছে পুলিশ।এবার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী বলেছেন, অবরোধ ও হরতাল চলাকালে রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হায়দাপুল এলাকায় ট্রাকে আগুন দেয়ার ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৩২ জন নাম উল্লেখ করে এবং ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে শনিবার বিকেলে মামলা করা হয়। এই মামলায় পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়।




Discussion about this post